শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বোরকা নিষিদ্ধের প্রস্তাব শ্রীলংকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

শ্রীলংকার জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটি মুসলিম নারীদের পোশাক বোরকার উপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে। পাশাপাশি জাতিগত ও ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রস্তাব করা হয়েছে। গত বছর ২১ এপ্রিল ইস্টার সানডে হামলার পর ১৪টি বিতর্কিত ইস্যু নিস্পত্তির জন্য বৃহস্পতিবার পার্লামেন্টে পেশ করা এক বিশেষ রিপোর্টে এসব প্রস্তাব দেয়া হয়। ইস্টার হামলায় ২৫০ জনের বেশি নিহত হয়। ডেইলি মিররের রিপোর্টে বলা হয় জাতীয় নিরাপত্তা বিষয়ক সেক্টরাল ওভারসাইট কমিটির চেয়ারম্যান মালিথ জয়াতিলকা এমপি এই রিপোর্ট উপস্থাপন করেন। এতে বলা হয় বেশ কয়েকটি দেশ এরই মধ্যে বোরকা নিষিদ্ধ করেছে। রিপোর্টে বলা হয়, কোন ব্যক্তির পরিচয় জানতে তার মুখ থেকে ওড়না বা কাপড় সরিয়ে ফেলতে বলতে পারার মতো ক্ষমতা পুলিশকে দেয়া উচিত। এই নির্দেশ নাম মানলে কোন পরোয়ানা ছাড়াই ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে পারবে। রিপোর্টে বলা হয়, যেসব রাজনৈতিক দলের নামের সঙ্গে জাতিগত বা ধর্মীয় সংঘাত রয়েছে সেগুলোর নিবন্ধন বাতিল করতে হবে। এসব দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন রাজনৈতিক বা ধর্মবহির্ভুত রাজনৈতিক দলে পরিণত করতে হবে। এতে আরো বলা হয়, মাদ্রায় অধ্যয়নরত সব শিক্ষার্থীকে গতানুগতি স্কুল ব্যবস্থায় আত্তীকরণ করতে হবে। পিটিআই, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন