শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দ্রুত উইকেট তুলে নিতে চান নাঈম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৬ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে আজ (শনিবার) টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন নাঈম। ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন। দিনের শেষ ভাগে সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিনকে ফিরিয়ে ম্যাচের রাশ বাংলাদেশের হাতেই তিনি রেখেছেন।

নাঈম মনে করেন, যে কোনো স্তরে ভালো খেললে আত্মবিশ্বাস বাড়ে। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলে গেলেন,‘ ওই পারফরম্যান্স অনেক সহায়তা করবেই। অনেক বোলিং করেছি, অনেক উইকেট পেয়েছি। আত্মবিশ্বাস বেড়েছে। অনুশীলনের চেয়ে ম্যাচ খেললে বেশি আত্মবিশ্বাসী হওয়া যায়।’

এখন নাঈমের লক্ষ্য জিম্বাবুয়ের লেজের ব্যাটসম্যানদের দ্রুতই ফিরিয়ে দেওয়া। তিনি বলছেন,‘ দিনের শেষ দিকে উইকেট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। ওর (ক্রেইগ আরভিন) উইকেট পাওয়ার পর আর আছে ৪ উইকেট। বেশির ভাগই লেজের দিকের ব্যাটসম্যান। এখন ভালো জায়গায় বোলিং করে চেষ্টা থাকবে দ্রুত ওদের অলআউট করে দেওয়া।’

নাঈম উইকেট পেলেও অপর প্রান্তে তাইজুল ইসলাম ছিলেন উইকেটশূন্য। অন্যপ্রান্তে বাঁহাতি স্পিনার থাকাতেই নাঈমের উইকেট পেতে সুবিধা হয়েছে,‘ পুরো দিনে তাইজুল ভাই উইকেট পাননি বলছেন। তিনি অন্য প্রান্তে ভালো বোলিং করেছেন বলেই আমি উইকেট পেয়েছি। আজ আমি পেয়েছি। কাল আমি যদি এক প্রান্তে ডট দিতে থাকি আরেক প্রান্তে হয়তো তাইজুল ভাই পাবেন। এভাবেই গড়ে ওঠে বোলিংয়ের জুটি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন