শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাজে নয় লন্ডন যাব কলম চালাতে

দিরাইয়ে পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছন, আমরা এখন লন্ডন কাজ করতে নয় যাব কলম চালাতে। ডেগ ডেকচি ঘষামাঝা করতে নয়। আমরা যাব অফিসিয়াল কাজ করতে, লেখাপড়া করতে। গতকাল দুপুর ১২টায় দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, কিছু গোলামরা জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে মেরে ফেলেছে। যে গোলামী থেকে মুক্ত করেছিলেন। কিন্তু কিছু গোলামরা তাকে বাঁচতে দেয়নি। আজ বন্ধবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে। দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন। যে মোবাইল ফোনের দাম ছিলে আকাশচুম্বী। এ ফোনে মানুষ গ্রামে-গঞ্জের যে কোন স্থান থেকে দেশের যে কোন দেশে কথা বলতে পারেন। শুধু তাই নয় ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন। তিনি বলেন, আমাদের ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। খাওয়ার জন্য নয়, জনগণের সেবার জন্য। দেশের কাজ করার জন্য।
শিক্ষক গোলাম মস্তফা সরদারের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও লন্ডনের টাওয়ার হ্যামলেটের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার, যুক্তরাজ্য ওয়ার্ফ গ্রুপ এর ডিরেক্টর মি. হাওয়ার্ড ডাওয়াভার, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য শামছুল হক চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন