বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোরআন সুন্নাহ’র ভিত্তিতে জীবন গড়তে হবে

আল্লামা আব্দুল কুদ্দুস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

পবিত্র কুরআন সুন্নাহ’র ভিত্তিতেই জীবন গড়তে হবে। কুরআন চর্চার মাধ্যমে সমাজে আলোকিত মানুষ তৈরি হবে। কুরআনের প্রতি মহব্বত বাড়াতে পারলেই দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করা যাবে। নগরীর মানিকনগরস্থ জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ মাদরাসায় ৭ম বার্ষিকী ওয়াজ মাহফিলে শুক্রবার রাতে বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস এসব কথা বলেন। মুফতী মো. জাফর আহমদের সভাপতিত্বে মাহফিলে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আব্দুল হক, মুহাদ্দিস মুশতাকুন্নবী কাসেমী, আল্লামা জুনায়েদ আল হাবীব, আল্লামা নজির আহমেদ, মুফতী মনিরুজ্জামান, মুফতী ইমাদুদ্দিন, মুফতী মাওলানা জুবায়ের আহমাদ ও মাওলানা মেরাজুল হক মাজহারি। এতে মোনাজাত পরিচালনা করেন মুফতী মো. ওমর ফারুক সন্দিপী।
আল্লামা আব্দুল কুদ্দুস বলেন, করোনাভাইরাস একটি আল্লাহর গজব। এই গজব থেকে রক্ষা পেতে হলে সংশ্লিষ্ট দেশে দ্বীনের হাওয়া বেশি বেশি চালু করতে হবে। ইসলাম ও মুসলমানদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি মাদরাসার ছাত্র-ছাত্রীদের দ্বীনী শিক্ষার ওপর বেশি বেশি মেহনত বাড়ানোর ওপরগুরুত্বারোপ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন