বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিটি ব্যাংক-জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৩ পিএম

সিটি ব্যাংক ও জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস (আরজেএসসি)-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে আরজেএসসি’র সব ধরনের সেবার বিপরীতে নির্ধারিত মাশুল সিটি ব্যাংকের প্ল্যাটফরম ব্যবহার করে ডিজিটালি পরিশোধ করা যাবে। সহজে ব্যবসা করার সূচকে উন্নতি করতেই আরজেএসসি এ উদ্যোগ নিয়েছে। এর ফলে গ্রাহকদের আর ব্যাংকে যেতে হবে না, ঘরে বসেই সম্পন্ন করা যাবে পুরো কাজ। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, প্রথম ব্যাংক হিসেবে সিটি ব্যাংকই আরজেসিএস-এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন করলো। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং আরজেএসসি’র রেজিস্ট্রার মো. জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক, আরজেএসসি’র অতিরিক্ত রেজিস্ট্রার সন্তোষ কুমার প-িতসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন