শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফ্রান্সে ফের ছাড়পোকা আতঙ্ক, প্রচারে নামতে হল সরকারকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ৭:১২ পিএম

চীন-সহ বেশ কয়েকটি দেশ যখন করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে, তখন অন্য ধরনের এক আতঙ্কে দিন কাটছে ফরাসিদের। ফ্রান্স জুড়ে দেখা দিয়েছে ছারপোকার উপদ্রব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ওয়েবসাইট, হটলাইন খুলে প্রচার চালাতে হচ্ছে সরকারকে।

ফরাসি সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি প্রচারাভিযান শুরু হয়েছে। ওয়েবসাইট খোলার পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন মানুষ। সেখানে ছারপোকার সমস্যা এড়ানোর উপায় বলে দেয়া হচ্ছে সেই সঙ্গে পরামর্শ দেয়া হচ্ছে কী করা উচিত, কী উচিত নয়।

ওয়েবসাইটে বলা হয়েছে, সবাই এই ছারপোকার দ্বারা আক্রান্ত হতে পারেন। এই ছারপোকাগুলি আপেলের বীজের আকারের। সিমেক্স লেক্টুলারিস নামের এই ছারপোকাগুলি অন্ধকার ভালবাসে। তাই বিছানা বা সোফার কোণে লুকিয়ে থাকে, সেখানেই বংশবিস্তার করে। এই ছারপোকা এক রাত্রে ৯০ বার পর্যন্ত কামড়াতে পারে। আর এদের কামড়ের দাগ একদম মশার কামড়ানোর মতো। তাই দাগ দেখে মশা না ছারপোকা কী কামড়েছে বোঝা সম্ভব নয়।

এই ছারপোকা থেকে বাঁচার নানান উপায় বলে দেয়া হয়েছে। যেমন একবার পরার পর জামাকাপড় কম করে ৬০ ডিগ্রি সেলসিয়াসে ফোটাতে বলা হয়েছে। এর আগে ছারপোকার সমস্যায় ফরাসিরা জর্জরিত হয়েছিলেন ১৯৫০ সালে, তারপর চলতি বছর আবার এই উপদ্রব শুরু হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন