শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গেটটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ভারতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরায় এখন সাজ সাজ রব। সোমবার নবনির্মিত এ স্টেডিয়ামেই ‘ট্রাম্পের সংবর্ধনা’ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের উদ্বোধনও হবে ট্রাম্পের হাতেই। আর তাই স্টেডিয়ামটিকে সাজিয়ে তোলা হয়েছে অন্যরকমভাবে। শুধু তাই নয়, ট্রাম্পের বক্তৃতার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে স্টেডিয়ামটিতে। গায়ক কৈলাশ খেরের মতো জনপ্রিয় তারকারা অংশ নেবেন সেই অনুষ্ঠানে। এক লাখ ১০ হাজার দর্শক আসন বিশিষ্ট মোতেরা সাক্ষী থাকবে ঐতিহাসিক মুহ‚র্তের। কিন্তু ট্রাম্প সফরের ২৪ ঘণ্টা আগে ঘটেছে এক বিপত্তি। মোতেরা স্টেডিয়ামের অস্থায়ী গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ছড়ায় চাঞ্চল্য। ট্রাম্পের আপ্যায়নে কোনও ত্রু টি রাখতে চাইছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তার আগমনের ২৪ ঘণ্টা আগেই অপ্রীতিকর ঘটনা ঘটল। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পকে স্বাগত জানাতে মোতেরার দু’নম্বর গেটের সামনে যে অস্থায়ী গেটটি তৈরি করা হয়েছে, সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন