বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাটমোহরে ১০৪ শিক্ষকের পদ শূন্য

চাটমোহরে (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পাবনার চাটমোহর উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০৪টি শিক্ষকের পদ শূণ্য রয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (বিএম) কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট এর শিক্ষকের এ পদগুলো শূণ্য রয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে এর প্রভাব পরতে পারে শিক্ষার্থীদের ফলাফলে।
জানা যায়, এনটিআরসিএ শিক্ষকের শূণ্য পদ পূরণে চাহিদা পত্র পাঠালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শূণ্য পদের তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলী জানান, জেলা শিক্ষা অফিস পাবনার স্বারক নং-জেশিঅ/পাবনা/২০২০/৫৭ তারিখ ১৬/০১/২০২০ পত্র প্রাপ্তির পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূণ্য পদে শিক্ষক নিয়োগের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইরিকুইজিশন প্রদানের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ তা জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শারমিন আক্তার ২৪ ডিসেম্বর, ২০২১, ১:৩৭ এএম says : 0
বিএম হিসাববিজ্ঞান
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন