শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শৈলকুপায় কান্নায় ভাসছে কৃষকের স্বপ্ন

শিহাব মল্লিক, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ফসলের সর্বনাশ, কান্নায় ভাসছে কৃষকের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত পেঁয়াজের জমিতে নির্বিকার চেয়ে থাকছে সাধুহাটি গ্রামের চাষি আমিরুল ইসলাম। গত শনিবার গভীর রাতে বাড়ির পাশ্ববর্তী মাঠে লাগানো ধরন্তক্ষেত কেটে সাবার করেছে দূর্বৃত্তরা। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান জিকু জানান।
জানা যায়, উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি গ্রামের আমিরুল ইসলাম পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষে মাঠে ৮ শতক জমিতে পেঁয়াজ রোপন করেন। বর্তমানে সম্পূর্ণ ক্ষেতে ফুল ফুটতে শুরু করেছে।
দূর্বৃত্তরা শত্রুতামূলক পেঁয়াজ বীজের এ ফসল কর্তন করায় এলাকার চাষিদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি অন্যান্য সাধারণ চাষিদের মাঝেও আতঙ্ক সৃষ্টি করেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা কনোজ কুমার বিশ্বাস জানান, বর্তমান বাজারমূল্যে আমিরুল ইসলামের প্রায় লাখ টাকা ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে আতিক হাসান বলেন, তার বাবা সামান্য চাষ করে অতিকষ্টে সংসার চালিয়ে আসছেন, এমন সর্বনাশ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, চাষি আমিরুল ইসলামের ফসলহানি দুঃখজনক লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
জোবায়ের আহমেদ ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৪ এএম says : 0
আহ! খুবই বর্বর একটা কাজ। কোনো মানুষে এমন কাজ করতে পারে না।
Total Reply(0)
ব্যাচেলর ছারপোকা ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৫ এএম says : 0
যারা ফসলের ওপর শত্রুতার ঝাাল মেটায় তাদের কঠিন শাস্তি দিতে হবে। এরা অমানুষ।
Total Reply(0)
নাজারেথ স্বনন ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৫ এএম says : 0
মানুষ কত বর্বর হলে খেতের ওপরে েএই ধরনের তাণ্ডব চালাতে পারে।
Total Reply(0)
সাইফুল ইসলাম চঞ্চল ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৬ এএম says : 0
অপরাধীদের শনাক্ত করে ক্রসফায়ারে দেয়া হোক। তাহলে অণ্যদের জন্য শিক্ষা হয়ে থাকবে।
Total Reply(0)
মোঃ তোফায়েল হোসেন ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৭ এএম says : 0
তিব্র নিন্দা জানায়। হে আল্লাহ িএই কৃষককে ধৈর্য ধরার তৌফিক দাও
Total Reply(0)
ash ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৭ এএম says : 0
ORA MANUSHER JAT NA !! AMON BODMASH DER DORE CHOROM SHASHTHI DEWA WCHITH
Total Reply(0)
gil ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ২:৪৫ পিএম says : 0
উপসহকারী কৃষি কর্মকর্তা কনোজ কুমার বিশ্বাস। বাংলাদেশে সব পদে দেখি হিন্দু।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন