বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কারিগরি শিক্ষার বিকল্প নেই

সিলেটে ডা. দীপু মনি

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বাংলাদেশ এখন খাদ্য উদ্ধৃতির দেশ। ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট পাকা করেছে বর্তমান সরকার। ডিজিটাল দেশ বাস্তবায়ন হয়েছে। আমাদের দেশের উন্নয়কে ত্বরান্বিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ সময় শিক্ষামন্ত্রী ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় দুইটি কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন।

গতকাল সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর অ্যাডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েছ, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ শাহ নেওয়াজ (মিলাদ গাজী), সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।

ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, কবির উদ্দিন আহমদ, ট্রাষ্টের ট্রেজারার আনছার মিয়া প্রমুখ। দুই উপজেলার সাড়ে ৯শ’ গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ৪০ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন