শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেয়র লতিফ বহিষ্কার গুজব প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতনকে বহিষ্কার গুজব এখন ‘টক অফ দ্যা মোহনগঞ্জ’এ পরিণত। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে উপজেলা আওয়ামী লীগের সর্বত্রই।
গতকাল রোববার দুপুরে উপজেলা পাঠাগার মিলনায়তনে বহিষ্কার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৭ ফেব্রæয়ারি মোহনগঞ্জের গর্বিত সন্তান সাজ্জাদুল হাসান বিমান বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক গণসংবর্ধনার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত নাগরিক সমাজ। কিন্তু স্থানীয় একটি মহল ভীতি ও ত্রাস সৃষ্টি করে সংবর্ধনা বানচাল করার জন্য সংবর্ধনায় যোগ দিতে আসা লোকজনের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটায়।
বিষয়টি প্রকাশ হলে সংবর্ধনা মঞ্চে বক্তৃতাকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপস্থিত সবাইকে শান্ত থাকার আহবান জানান। কিন্তু মেয়র লতিফুর রহমানের বক্তৃতাকে ভিন্ন খাতে উপস্থাপন করে অপপ্রচার করে এবং এ ঘটনার জের ধরে গত বুধবার মোহনগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ভাবে একটি বিক্ষোভ মিছিল করে অশ্লীল শ্লোগান দেয়। পরবর্তীতে গত শনিবার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালের নেতৃত্বে সংগঠনের সভাপতিকে না জানিয়ে অগঠনতান্ত্রিক ভাবে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ডেকে সভাপতিকে বহিষ্কারের গুজব প্রচার করে। যা সংগঠনের নীতিমালা পরিপন্থি ভিত্তীহীন অপপ্রচার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান সুহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধঅ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নূরুল হক, সদস্য আশরাফুল আলম চৌধুরী টিপুসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন