বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মায়ের লাশ বাড়িতে রেখে মেয়ের পরীক্ষা

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম


 কত বেদনাদায়ক ঘটনা আমাদের চারপাশে ঘটে, তার কতটুকুর খবর আমরা রাখি। গর্ভধারিনি মায়ের চাইতে আপনতো আর কেউ নেই। সেই মায়ের লাশ বাড়ি রেখেই পরীক্ষায় অংশ-গ্রহণ করেছে টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানু। ২২ ফেব্রæয়ারি বাংলা ২য় পত্রের পরীক্ষার দিন ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। জানা যায়, এবারের দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানু বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা শাহ্ মজিদিয়া মাদরাসা শাখা সভাপতি নুর মোহাম্মদ প্রকাশ সাহাব উদ্দিনের বোন ও মৃত হাজী নুরুল ইসলামের মেয়ে।
শনিবার ২২ ফেব্রæয়ারি ভোররাতে দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানুর মা ইন্তেকাল করেন। পরীক্ষার হলে যেতে মেয়েকে নিজ হাতে তৈরি করে দিবেন মা। তারপর ভালোবাসা ও দোয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবেন মেয়েকে। এটাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু মরিয়ম আক্তার খানুর ভাগ্যে তা আর হয়নি। সকালের আগেই ভোররাতে পৃথিবী থেকে চিরকালের জন্য পরপারে চলে গেলেন জনম দুখিনী মা।সেই মায়ের লাশ বাড়ি রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষায় অংশগ্রহণ করে মরিয়ম আক্তার খানু। পরীক্ষা দেয়ার সময় বার বার কান্নায় ভেঙ্গে পড়ে। তবে সহপাঠী ও পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানাউল্লাহ এবং কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
মশিউর ইসলাম ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৮ এএম says : 0
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোন তোমাকে আল্লাহ তায়ালা দৈর্য ধরার তৌফিক দিন।
Total Reply(0)
সাকা চৌধুরী ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৯ এএম says : 0
কি বেদনাদায়ক বিষয়!!! প্রিয়জন হারানোর কষ্ট বুকে চেপে পরীক্ষা দেয়া কি কঠিন!!! সবই আল্লাহর ইচ্ছা
Total Reply(0)
নাসিম ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৪০ এএম says : 0
আল্লাহ তায়ালা তোমার মাকে জান্নাতবাসী করুন। এমন বেদনাদায়ক পরিস্থিতি যেন কারো না হয়।
Total Reply(0)
রিদওয়ান বিবেক ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৪১ এএম says : 0
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার মঙ্গল করুক।
Total Reply(0)
তুষার আহমেদ ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৭ এএম says : 0
দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানুকে আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক
Total Reply(0)
Md.Rezaul Karim ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪০ এএম says : 0
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোন তোমাকে আল্লাহ তায়ালা দৈর্য ধরার তৌফিক দিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন