শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বালুঝড়ে ঘুরিয়ে দেয়া হলো সব ফ্লাইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আছড়ে পড়ল ভয়াবহ সাহারার বালুঝড়। যার ফলে রবিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে আসা সমস্ত ফ্লাইটগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর অপারেটর এএনএ তরফে এমনই জানানো হয়েছে। এএনএ’র এক মুখপাত্র জানিয়েছেন, ঝড়ের কারণে এখনও পর্যন্ত প্রায় ১৪৪ টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও বিমানবন্দর কত দিন বন্ধ থাকবে তা স্পষ্ট করে বলা হয়নি। ফুয়ের্তেভেন্তুরা এবং ল্যাঞ্জারোটের কিছু আউটবাউন্ড সার্ভিস ঝড়ের মধ্যেও চালু ছিল। তবে বাকি বিমানগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে। পরিবহন মন্ত্রকের তরফে একটি টুইটে জানানো হয়েছে যে প্রায় ২৩০০ জিএমটির পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়া শুরু হবে। “ক্যালাইমা” নামে পরিচিত এই বালি ঝড়গুলি যখন তৈরি হয় তখন তীব্র বাতাস সাহারা থেকে বালি শোষণ করে নেয়। ঝড়ের প্রভাবে ব্যহত হয়েছে সেখানকার জনজীবন। বেশ কয়েকজায়গার স্কুল বন্ধ রাখা হয়েছে। সেখানকার সরকারের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা। কে২৪।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন