বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নাপোলির মাঠে মেসিদের পরীক্ষা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

লা লিগায় টানা তিন ম্যাচে জয়ের পর আজ দিবাগত রাতে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগ খেলতে ইতিমধ্যেই ইতালিতে পৌঁছেছে কাতালান দলটি। সিরিআ ও কোপা ইতালিয়াতে সবশেষ তিন ম্যাচে অপরাজিত নাপোলিও আছে দুর্দান্ত ফর্মে।

বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের দল সবশেষ নয় ম্যাচের সাতটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। রিয়াল বেতিসের সাবেক এই কোচের অধীনে রিয়াল মাদ্রিদকে ছাপিয়ে লা লিগার শিরোপা জয়ের দৌড়েও এগিয়ে দলটি। গেটাফের বিপােক্ষ সবশেষ ম্যাচে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিও জানান দিয়েছেন হারানো ফর্ম খুঁজে পাওয়ার। গ্রæপ পর্বের পাঁচ ম্যাচের দুটিতেই অবশ্য জালের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন।

অন্যদিকে কার্লোস আনচেলেত্তির জায়গায় জানেরো গাতুসো দায়িত্ব নেয়ার পর প্রথম ছয় ম্যাচের চারটিতেই হেরেছিলেন। এর ফলে পয়েন্ট টেবিলেও অনেক পিছিয়ে পরে ইতালির দলটি। কিন্তু তারপর ঘুরে দাঁড়ায় দলটি। সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই জয়ের দেখা পেয়েছেন এসি মিলানের সাবেক এই কোচ।

একই দিনে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে প্রিমিয়ার লিগের দল চেলসির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। যদিও এই ম্যাচে ইংলিশ দলটি আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে। তারপরও অতীতে বায়ার্নকে বুড়ো আঙুল দেখানোর অভিজ্ঞতা আছে দলটির। তাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দুইটোতেই হাড্ডাহাড্ডি লাড়ইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন