বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শততম টেস্ট জয় কিউইদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

শততম টেস্টটা কীভাবে জিততে হয়, এর উজ্জ্বল উদাহরণ হয়ে থাকলো ওয়েলিংটন টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা সাত ম্যাচ জিতে নিজেদের অবস্থানটা ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল ভারত। সেই দলটিকেই নিউজিল্যান্ড ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে মাটিতে নামিয়েছে! আর টানা তিন ম্যাচ হারের পর জয়ের হাসি হাসলো নিউজিল্যান্ড। এই সিরিজ জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

গতকাল ভারত চতুর্থ দিন শুরু করে ৩৯ রানে পিছিয়ে থেকে। ৬ উইকেট হাতে থাকার পরেও পুরনো বলে বোল্ট-সাউদির দুর্দান্ত সুইংয়ে কাবু হয়েছেন সফরকারী ব্যাটসম্যানরা। দিনের শুরুতে প্রথমে বোল্টের বলে বিদায় নেন রাহানে (২৯)। পরের ওভারে সাউদির বলে বোল্ড হনুমা বিহারি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে কিছু রান করেন ঋষভ পান্ত। তবে ২৫ রানের বেশি নয়। ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানেই শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। তাতে ৯ রানের লক্ষ্য পায় কিউইরা।

৬১ রানে ৫ উইকেট নিয়েছেন সাউদি, ৩৯ রানে ৪টি বোল্টের। জবাবে কিউরা খেলতে নেমে ১.৪ ওভারেই জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা টিম সাউদি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন