শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল সাইফুল আলম

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। তিনি বিদায়ী ডিজি মেজর জেনারেল সাইফুল আবেদিনের স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও কয়েকটি পদে রদবদল হয়েছে। গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে বলে সরকারের একটি সূত্র জানায়। মেজর জেনারেল সাইফুল বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে ডিজিএফআই-এর ১৪ তলা ভবনে গত তিন বছর দায়িত্ব পালন শেষে মেজর জেনারেল সাইফুল আবেদীনকে গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের জিওসি করে পাঠানো হয়েছে সাভারে। সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর পেয়েছেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন। মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদরদফতরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। আর ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Jahangir Mohammed Osman Gani ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:২২ এএম says : 0
আমি জাহাঙ্গীর মোহাম্মদ ওসমান গনি আমি একজন প্রবাসী আমি সংযুক্ত আরব আমিরাতে আছি
Total Reply(0)
Jahangir Mohammed Osman Gani ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:২২ এএম says : 0
আমি জাহাঙ্গীর মোহাম্মদ ওসমান গনি আমি একজন প্রবাসী আমি সংযুক্ত আরব আমিরাতে আছি
Total Reply(0)
Jahangir Mohammed Osman Gani ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:৩২ এএম says : 0
আমি জাহাঙ্গীর মোহাম্মদ ওসমান গনি আমি একজন প্রবাসী আমি সংযুক্ত আরব আমিরাতে আছি
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন