ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনামুল হক ইনু ও রুপন ভূঁইয়ার পুরান ঢাকার আরেকটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় পাঁচটি সিন্দুক ভর্তি টাকা, স্বর্ণালংকার, পাঁচ কোটি টাকার এফডিআর এবং ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের ছয়তলা বাড়িটিতে অভিযান চালায় র্যাব-৩।
অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সারোয়ার আলম। এই বিপুল অঙ্কের টাকা গণনা শেষে ব্রিফ করা হবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে রাজধানীর গে-ারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু, তার ভাই একই কমিটির সহ-সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়া গত (১৩ জানুয়ারি) গ্রেফতার হন। এ সময় নগদ ৪০ লাখ টাকা, ১২টি মোবাইল ফোন, বাড়ির দলিলপত্র এবং ব্যাংকের কাগজপত্র উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন