মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘দল হিসেবে এ জয়টা দরকার ছিল’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৩৯ পিএম

সম্প্রতি ভারত, পাকিস্তান এমনকি নবাগত আফগানিস্তানের কাছেও টেস্টে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। অবশেষে ৪৫০ দিন পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এল কাঙ্ক্ষিত টেস্ট জয়। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে জিতল টাইগাররা। এই জয়ে তলানীতে থাকা আত্মবিশ্বাস আবারও ফিরে পাবে লাল সবুজ দলের খেলোয়াড়রা।

ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিয়ে সেটাই বললেন ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘দল হিসেবে এ জয়টা দরকার ছিল। ব্যাটিং সহায়ক উইকেটে বোলাররা দারুণ করেছে। কাউকে না কাউকে অনেক সময় ব্যাট করতে হতো। আমি ভাগ্যবান যে ডাবল সেঞ্চুরি পেয়েছি। তামিম ও শান্ত ভালো শুরু এনে দিয়েছে। লিটনও রান করেছে।’

দলের বেশির ভাগ খেলোয়াড় যে পারফর্ম করেছে, তার রেশ ছিল মুশফিকের কথায়। অর্থাৎ এই পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাতে কাজে লাগবে। অধিনায়ক মুমিনুলও সে কথাই বোঝালেন, ‘এ জয় থেকে সবাই আত্মবিশ্বাস পাবে। সবাই ভালো করেছে। দলের খেলায় আমি সন্তুষ্ট। আশা করি আমরা ওয়ানডে সিরিজও জিতব।’

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ২৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। চতুর্থ দিন মধ্যাহ্ন-বিরতি পর লড়তে থাকা দলটি শেষ রক্ষা করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে গুটিয়ে গিয়েছে ১৮৯ রানে।

১ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন