বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রবল বৃষ্টিপাতে স্থবির ইন্দোনেশিয়ার রাজধানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৮ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানীতে প্রবল বৃষ্টিপাতে রাজধানী জাকার্তার আশপাশের কয়েকটি এলাকা মঙ্গলবার প্লাবিত হয়েছে। এই ভয়াবহ দুর্যোগে হতাহতের সংখ্যা জানা যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি রাস্তাসহ আশপাশে কমপক্ষে ৮১টি এলাকা পানিতে ডুবে গেছে। পার্শ্ববর্তী এলাকাগুলো জলাবদ্ধ হয়ে পড়ায় নগরী স্থবির হয়ে পড়েছে। কয়েকটি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এছাড়া শহরটিতে আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইতিমধ্যে কয়েকটি ট্রেন লাইন বন্ধ ঘোষণা করেছে।
চলতি বছর গত দুই মাসের ভয়াবহ বন্যায় জাকার্তায় প্রায় ৭০ জনের প্রাণহানি ঘটেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন