বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আন্টার্কটিকার ২০ শতাংশ বরফ গলে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চলতি মাসের শুরুর দিকে ৯ দিনের তীব্র তাপপ্রবাহে আন্টার্কটিকার উত্তরে বরফ গলতে শুরু করেছে। নাসার পাঠানো নতুন ছবিতে দেখা যাচ্ছে, ওই সময় আন্টার্কটিকার বরফের চাদর প্রায় ২০% গলে গেছে। ছবিতে দেখা গেছে, দ্বীপপুঞ্জের যে জায়গাগুলো বরফের কারণে কোনও সময়েই দেখা যায় না তা ৯ দিনের তাপপ্রবাহের কারণে উন্মুক্ত হয়ে গেছে। বরফ দলে বেরিয়ে এসেছে টলটলে পানির আস্তরণ। চলতি মাসের শুরুর দিকে রেকর্ড উষ্ণতম দিনের সাক্ষী হয় আন্টার্কটিকা। তাপমাত্রা পৌঁছে যায় ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইটে। ওই দিন লস এঞ্জেলেসেও একই তাপমাত্রা ছিল। এই গরমের প্রভাবও পড়েছে যথেষ্ট। নাসার আর্থ অবজারভেটরি জানিয়েছে, মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই ইগল আইল্যান্ডের চ‚ড়ার চার ইঞ্চি বরফের আস্তরণ গলে যায়। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন