বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিরামিষে অরুচি ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

তলে-ঝোলে কাবাব, টিক্কা, বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করেন ট্রাম্প। নিরামিষে তার বেশ অরুচি। এ কথা মাথায় রেখেই মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনের নৈশভোজে মার্কিন প্রেসিডেন্টের জন্য ছিল এলাহি আয়োজন। তেলে-ঝোলে কাবাব, টিক্কা, বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করেন ট্রাম্প। নিরামিষে তার বেশ অরুচি। এ কথা মাথায় রেখেই মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনের নৈশভোজে মার্কিন প্রেসিডেন্টের জন্য ছিল এলাহি আয়োজন। গুজরাটি নিরামিষ খানার পর এবার পাক্কা মোগলাই ঘরানায় আপ্যায়ন করা হয় ট্রাম্প দম্পতিকে। ট্রাম্প ও তার পরিবারকে খুশি করতে প্লেট সাজানো হয়েছিল বাহারি আমিষ পদে। আমেরিকান কুইসিনের সঙ্গে ভারতীয় মোগলাই পদের মিলমিশ ছিল প্রেসিডেন্ট ভবন রাইসিনা হিলের নৈশভোজে। স্যালমন টিক্কা থেকে বিরিয়ানি, পোলাও, মাটন কষা-কমতি নেই কিছুরই। ছিল রাষ্ট্রপতি ভবনের বিশেষ পদ ডাল-রাইসিনা। ইন্ডিয়া টুডে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় ও শেষ দিন মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে সস্ত্রীক ট্রাম্পকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখান থেকে ট্রাম্পের গড়িবহর পৌঁছায় রাজঘাটে। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করে রাজঘাটে বৃক্ষরোপণও করেন ট্রাম্প দম্পতি। সেখান থেকে পৌঁছান হায়াবাদ হাউসে। এখানেই বৈঠকে বসেন ট্রাম্প ও মোদি। সন্ধ্যায় সপরিবারে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে আয়োজন করা হয় বিশেষ ডিনারের। নিরামিষ দিয়ে শুরু হলেও মেন্যুতে ছিল নানা রকম আমিষ পদ। নিরামিষের মধ্যে ছিল আলু টিক্কা, পালক চাট, স্যুপ, লেমন টার্ট। রেড মিট বিশেষ পছন্দ মার্কিন প্রেসিডেন্টের। তার রুচির কথা মাথায় রেখেই ছিল রান আলিশান। সঙ্গে বিরিয়ানি। ইনডিয়া টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন