তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, সিরিয়ার ইদলিবে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশ ফ্রান্স ও জার্মানির মধ্যে এখন পর্যন্ত প‚র্ণাঙ্গ কোনো চুক্তি হয়নি। আজারবাইজান সফরে যাওয়ার আগে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে ‘প‚র্ণাঙ্গ চুক্তি হয়নি।’ শনিবার এরদোগান বলেন, তিনি আগামী ৫ মার্চ রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে চার পক্ষীয় সম্মেলন করবেন। এছাড়া তুরস্কের এ নেতা মঙ্গলবার বলেন, তিনি আগামী ৫ মার্চ ইস্তাম্বুলে না হয় আঙ্কারায় পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন। বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিব প্রদেশের উত্তরপশ্চিমাঞ্চলে এ মাসে তুর্কি সৈন্য সিরিয়ার সরকারি বাহিনীর ব্যাপক হামলার মুখে পড়ে। এসব হামলার পর মস্কো ও আঙ্কারায় তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। এরদোগান বলেন, রাশিয়ার প্রতিনিধি দল আরেক দফা আলোচনার জন্য বুধবার তুরস্ক আসবে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন