বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এক বাড়িতে পরপর তিন রাতে অগ্নিকান্ড

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

 মাদারীপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের একটি বাড়িতে পরপর তিন রাতে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। গত রোববার ও সোমবার অগ্নিকান্ডে দুটি ছোট ঘর পুড়লেও মঙ্গলবার রাতের অগ্নিকান্ডে তিনটি ঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। পরপর তিন রাতে একই বাড়িতে আগুন লাগায় এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সদর উপজেলার আউলিয়ারচর গ্রামের কৃষক খালেক বেপারীর বাড়িতে গত রোববার সন্ধ্যায় রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বাড়ির লোকজন পুকুর থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনে। পরের দিন সোমবার ভোর ৫টার দিকে পাশের একটি গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘরে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে একইভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। সবশেষ মঙ্গলবার রাত ৯টার দিকে খালেক বেপারীর মূল বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ঘরে থাকা কোন মানুষের ক্ষতি না হলেও আগুন ছড়িয়ে পড়ে আরো দুটি ঘরে। পুড়ে যায় ঘরের ভেতরের সবকিছু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত কৃষক খালেক বেপারী বলেন, আমার বাড়িতে পরপর তিনরাতে আগুন ধরিয়ে দেয়া হলো। তিনটি ঘরে নারীসহ ৬ জন ছিল। আগুনে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে যাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন