বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

৩ লাখ ১৭ হাজার টাকার সর্বনিম্ন প্যাকেজ হাবের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৩ পিএম | আপডেট : ২:১৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২০

তিন লাখ ১৭ হাজার টাকা সর্বনিম্ন প্যাকেজ ধরে আসন্ন ২০২০ মৌসুমের জন্য বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জের প্যাকেজ ঘোষণা করল হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ হাব। আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা। হাব ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকার আরো একটি প্যাকেজও ঘোষণা করে। এ প্যাকেজের হজ্জযাত্রীগণ ১ হাজার থেকে ১৫শ’ মিটার দূরত্বের আবাসনে অবস্থান করবেন। আর ৩ লাখ ১৭ হাজার প্যাকেজের হজ্জযাত্রীগণ থাকবেন ১৫শ’ মিটারের অধিক দূরত্বের আবাসনে।
হজ্জ এজেন্সীগুলো ইচ্ছা করলে এর বাইরেও তাদের পছন্দমতো একটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।
বৃহস্পতিবার সকালে নয়া পল্টনস্থ হোটেল ভিক্টরীর কনফারেন্স রুমে প্যাকেজ ঘোষণা করেন হাব প্রেসিডেন্ট এম শাহাদত হোসা্ইন তসলিম। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতী, মাওলানা ফজলুর রহমান, আটাব মহাসচিব মাজহারুল হক, কোষাধ্যক্ষ আব্দুল কাদের মোল্লা প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাব সভাপতি বলেন, করোনাভাইরাসের কারণে সউদী আরব ওমরায় নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশের কমপক্ষে ১০ হাজার ওমরাযাত্রী ক্ষতির মধ্যে পড়েছে। ওমরা এজেন্সী ও ওমরাযাত্রীরা এ কারণে প্রায় ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন।
  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন