বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যে ব্যক্তি গুনাহ করার তওবা করেনা সে হচ্ছে কপালপোড়া -পীর সাহেব জৈনপুরী

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৬ পিএম

হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) এর ৩৯তম বংশধর ও ভারতের জৈনপুর দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্সূফি মুহাম্মদ ফাররুখ ছেয়ার ছিদ্দিকী আল-কোরাইশী বলেছেন, যে ব্যাক্তি গুনাহ করার পর গুনাহকে ভুলে যায়, গুনাহকে স্মরণ করে তওবা করেনা চুপ থাকে সে হচ্ছে কপাল পোড়া মানুষ। আল্লাহ তায়ালা তওবাকারীকে মাপ করে দেন এবং বেশি পছন্দ করেন। সুতরাং আমাদেরকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে এবং তওবা করতে হবে তিনি গত বুধবার ছাগলনাইয়া ফায়ার সার্ভির মজুমদার বাড়ী জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও ব্যবসায়ী আবুল বশর মজুমদারের সভাপতিত্বে ও শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল হোসাইনের সঞ্চালনায় প্রধান মুফাচ্ছির হিসাবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন মাওলানা মোসলেহ উদ্দিন কাউসারী (রাজশাহী)। বিশেষ ওয়ায়েজিন ছিলেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রারাসার সহকারী অধ্যাপক মাওলানা নাছির আহম্মদ। ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ কামাল, আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ও ব্যবসায়ী আলহাজ্ব নুরুল আলম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন