বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সমাধির ওপর আধুনিক দিল্লি তৈরি হতে পারে না : কেজরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

 ‘মানুষের সমাধির উপর আধুনিক দিল্লি গড়ে উঠতে পারে না’, দিল্লিতে হিংসার ঘটনায় একথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে অশান্তির ঘটনায় মৃত্যুমিছিল অব্যাহত। এই প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,‘হিন্দুরা নিহত হয়েছে, মুসলিমরা নিহত হয়েছে, পুলিশ নিহত হয়েছে, দাঙ্গায় কার লাভ হল?’ অন্যদিকে, হিংসার ঘটনায় নিহত দিল্লি পুলিশের কনস্টেবল রতন লালের পরিবারকে ১ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন কেজরিওয়াল। দিল্লিতে হিংসা ও সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে কেজরিওয়াল আরো বলেন,‘দিল্লিবাসী হিংসা আর সংঘর্ষ চান না। আম আদমি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কয়েকজন সমাজবিরোধী, রাজনৈতিক ব্যক্তি জড়িত। দিল্লির হিন্দু-মুসলিমরা কখনই এসব চান না।’একইসঙ্গে সব ধর্মের মানুষের কাছে অনুরোধের সুরে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘৃণার রাজনীতি বর্জন করতে সব ধর্মের মানুষ এগিয়ে আসুন। আমরা ঘৃণা ও দাঙ্গার রাজনীতি বরদাস্ত করব না। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন