মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাইফউদ্দিনের লক্ষ্য হোয়াইটওয়াশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

পিঠের ব্যাথার কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস অলরাউন্ডার এর আগেও ভুগেছেন ইনজুরিতে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ফিরছেন তিনি। দলের প্রায় প্রতিটি ক্রিকেটারের মুখেই শোনা যাচ্ছে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের কথা। সাইফউদ্দিনও মনে করেন সেটি খুবই সম্ভব। তবে সতর্কতা হিসেবে এটিও মনে করিয়ে দিলেন, খেলাটার নাম ক্রিকেট, ‘অবশ্যই সম্ভব (হোয়াইটওয়াশ)। তুলনাম‚লকভাবে আমরা জিম্বাবুয়ে থেকে অনেক এগিয়ে। মাঠের পারফরম্যান্সের দিক থেকে, টেস্টে ভালো করেছি। ওয়ানডেতেও শেষ কয়েকবারের দেখায় হোয়াইটওয়াশ করেছি। আমরা আশাবাদী হোয়াইটওয়াশ করতে পারব। তবে ক্রিকেট খেলা, কিছুই কিন্তু বলা যায় না। জিম্বাবুয়েকে খাটো করে দেখার কিছু নেই। ইংল্যান্ডের মতো দলও কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেছিল টি-টোয়েন্টিতে। এসব তো জোর গলায় বলা কঠিন। তবে আমরা হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই খেলব।’

ইনজুরিকে রীতিমতো ‘অভ্যাস’ বানিয়ে ফেলা উদীয়মান এই অলরাউন্ডার বলেন, ‘সব পেসারই চোট সেরে মাঠে ফিরে। এটা অভ্যাস হয়ে গেছে। এটা আমার জন্য প্রথম না। অভ্যাস হয়ে গেছে। চোটের কারণে হয়তো পাঁচ মাস বাইরে ছিলাম। কিন্তু আমি বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত। এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে।’

ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই পিঠের ব্যাথায় ভোগেন সাইফউদ্দিন। একটানা মাঠের বাইরে থেকে পুনর্বাসনে অংশ নেন তিনি। ঘরে বা ঘরের বাইরে, এমনকি বিপিএলেও খেলা হয়নি তার। এসব বিষয় সহজেই মেনে নিয়েছেন তিনি। সাইফউদ্দিন আরও বলেন, ‘এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব। খারাপ খেলবে বাইরে চলে যাব। চোটের তো কোন নিশ্চয়তা নেই। আমার পিঠের ব্যথা পুনর্বাসন প্রক্রিয়ায় ঠিক করেছি। এটা তো আসলে বলা যায় না।’

এই অলরাউন্ডার আরও বলেন, ‘আর চোট তো আসলে শুধু পিঠে না, হ্যামস্ট্রিং, গ্রোইন বা হাটুতেও হতে পারে। সব জায়গায় হতে পারে। গত পাঁচ ছয় মাস যা করে এসেছি সেগুলো করলে হয়তো এড়ানো যাবে। তবে কখন চোট হবে সেটা কিন্তু বলা কঠিন। ফিল্ডিং করতে গেলেও হয়ে যেতে পারে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন