শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাভাইরাস; মৃতের সংখ্যা বেড়ে ২৮০৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৭ এএম

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪৭টি দেশ আক্রান্ত হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন অন্তত ২৮০৮ জন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক তথ্যে এ হিসেব পাওয়া যায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের অধিকাংশই চীনের নাগরিক। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৪৯৭ জন এবং ২৭৪৪ জন মারা গেছেন।

এছাড়া ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় এ ভাইরাস ছড়াচ্ছে দ্রুত। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। মারা গেছেন ১৭ জন। ইউরোপের অন্তত ১১টি দেশে ছড়িয়েছে এই করোনাভাইরাস।

ইরানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন এবং মারা গেছেন ২৬ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০২২ জন। দ্য সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, দেশটিতে ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৩।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন