বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আর্সেনালের বিদায়, হতাশ কোচ

ইউরোপা লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫৪ পিএম

ইউরোপা লিগের শেষ ৩২-এ অলিম্পিয়াকোসের বিপক্ষে হেরে ছিটকে যাওয়ায় হতাশ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে দলের খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে সন্তুষ্ট এই স্প্যানিয়ার্ড। গতকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় লেগে ঘরের মাঠে ২-১ গোলে হারে আর্সেনাল। এর আগে প্রথম লেগে অলিম্পিয়াকোসের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকায় অ্যাওয়ে গোলে শেষ ষোলোয় পৌঁছে অলিম্পিয়াকোস।

নির্ধারিত সময়ে ১-০ গোলে অলিম্পিয়াকোস এগিয়ে থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩তম মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ছয় মিনিট পর সেট পিস থেকে গোল হজম করে বিদায় নেয় তারা।

ম্যাচের ফলাফল বেদনাদায়ক বলে মনে করেন আর্তেতা, ‘এটা নির্মম, চরম হতাশার। কিন্তু একই সঙ্গে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। যদি আমরা এই পর্ব পেরিয়ে সামনে যেতে পারতাম তা দুর্দান্ত হতো। খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে তাদের ওপর আমার পুরো আস্থা আছে। কিন্তু ফলাফলটা বেদনাদায়ক।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন