শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইউরোপা লিগ শেষ ষোলতে ম্যানইউর প্রতিপক্ষ লাস্ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৪১ পিএম

ইউরোপা লিগে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে পেয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় লেগে আর্সেনালকে নাটকীয়ভাবে হারিয়ে শেষ ষোলোয় এসেছিল অলিম্পিয়াকোস। এই রাউন্ডেও ইংলিশ প্রতিপক্ষই পেয়েছে এই গ্রিক ক্লাব, শেষ ষোলোয় উলভসের বিপক্ষে খেলবে তারা। আন্তোনিও কন্তের ইন্টার মিলান মুখোমুখি হবে গেটাফের, আর রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী সেভিয়ার প্রতিপক্ষ রোমা।

সুইজারল্যান্ডের নিয়নে আজ ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। মার্চের ১২ তারিখে এই রাউন্ডের প্রথম লেগ মাঠে গড়াবে, এরপর একই মাসের ১৯ তারিখ হবে দ্বিতীয় লেগ। ২৭ মে পোল্যান্ডের জিড্যানস্কে হবে এবারের ইউরোপা লিগের ফাইনাল।

ইউরোপা লিগ শেষ ১৬ ড্র

ইস্তাম্বুল বাসাকসেহির - কোপেনহেগেন

অলিম্পিয়াকোস - উলভস

রেঞ্জার্স - বায়ার লেভারকুজেন

ভলফসবার্গ - শাখতার দোনেস্ক

ইন্টার মিলান - গেটাফে

সেভিয়া - রোমা

ফ্রাঙ্কফুর্ট/সালজবুর্গ*- বাসেল

লাস্ক - ম্যানচেস্টার ইউনাইটেড

*ঝড়ের কারণে ফ্রাঙ্কফুর্ট-সালজবুর্গের মধ্যকার শেষ ৩২-র দ্বিতীয় লেগ পিছিয়ে গিয়েছিল। আজ (শুক্রবার) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন