মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শাইখ সিরাজের মুখোমুখি দেবপ্রিয় ভট্টাচার্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

পাল্টে যাচ্ছে বাংলাদেশের কৃষি। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত কৃষির এই অগ্রগতিতে রাষ্ট্রের বিরাট ভূমিকা রয়েছে, ভূমিকা রয়েছে গণমাধ্যমেরও। এ সময়ে কৃষি হয়েছে আধুনিক ও বহুমুখী। তরুণ প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তুলেছে কৃষি বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান। আশির দশক থেকে কৃষি বিষয়ে অনুষ্ঠান নির্মাণ করে আসছেন উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ। কৃষি সাংবাদিকতায় তার চল্লিশ বছরের অভিজ্ঞতা। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় কৃষি ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ ১৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য শাইখ সিরাজের মুখোমুখি হয়ে তুলে আনেন অনুষ্ঠান নির্মাণের ইতিহাস, দর্শন ও তত্ত্বগত দিক। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত ৯টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন