বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার নায়িকা হয়ে আসছেন শিশু শিল্পী দিঘী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘি চলচ্চিত্র নায়িকা হচ্ছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায়ই দিঘী চলচ্চিত্র থেকে বিরতী নিয়ে পড়াশোনায় মন দেন। দিঘী বলেন, নবম শ্রেণী থেকে নায়িকা হওয়ার প্রস্তাব পাচ্ছি। কেবল পড়াশোনার জন্য এদিকে মনোযোগ দেইনি। বাবা বলেছেন পরীক্ষার পর কাজ করতে পারবো। এখন এসএসসি পাস করেছি। কলেজে পড়ছি। তাই কাজের জন্য প্রস্তুত হচ্ছি। নায়িকা হওয়ার প্রস্তাব নিয়মিত পাচ্ছি। হাতে রয়েছে ডজন খানে সিনেমার স্ক্রিপ্ট। দীঘি বলেন, সিনেমায় নিয়মিত অভিনয় করবো এ পরিকল্পনা আগে থেকেই ছিল। বর্তমানে বেশ কিছু সিনেমার স্ক্রিপ্ট রয়েছে হাতে। সেগুলো থেকেই বাছাই করবো কোন সিনেমায় আগে অভিনয় করবো। দিঘী বলেন, ছোট্ট দীঘির প্রথম কাজ যেমন সবাই মনে রেখেছেন, তেমনি বড় দীঘির প্রথম কাজও যেন সবাই মনে রাখেন এমন কাজ করব। তবে কবে নায়িকা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো তা এখন বলতে পারছি না। খুব শিঘ্রই দেখা যেতে পারে। উল্লেখ্য, পাঁচ থেকে ছয় বছর বয়সে দিঘী ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে কাবুলিওয়ালা, ২০১০ এ চাচ্চু আমার চাচ্চু এবং ২০১২ সালে এক টাকার বউ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন দিঘী। ২০১১ সালে দিঘীর মা দোয়েল মারা যান। তারপর অনেকটা আড়ালে চলে যান তিনি। মনোযোগ দেন পড়ালেখায়। দীঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, দিঘীর ইচ্ছা আছে সে সিনেমায় অভিনয় করবে। বিজ্ঞাপনচিত্রেও কাজ করতে চায় সে। বলেছিলাম এসসির পর নিয়মিত কাজ করুক। তবে ওর মায়ের স্বপ্ন ছিল ডাক্তার বানাবে দিঘীকে। আমারও ইচ্ছা তাই। সেই স্বপ্ন যেন পূরণ হয়। পাশাপাশি অভিনয়ও করুক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন