মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ডখ্যাত বুর্জ আল আরব

মোহাম্মদ আবদুল অদুদ | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৯:২৭ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত 'বেষ্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড' এবং ‘বেষ্ট হোটেল ইন দ্য মিডল ইষ্ট' ক্যাটাগরিতে স্বীকৃতি ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং চমৎকার স্থাপত্যকলায় সমৃদ্ধ বুর্জ আল আরব। বিশ্বের ৪র্থ সুউচ্চ হোটেল হিসেবে এটি স্বীকৃত।কেউ বলছেন ‘বুর্জ আল আরব’ মানে হলো আরবের সম্মান। আবার কেউ কেউ বলেছেন, বুর্জ আল আরবের সম্পূর্ণ অর্থ হলো ‘আরবের স্তম্ভ’। এটি আরব বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি এবং আরব আমিরাতের শাসক শেখ নাহিয়ানের পারিবারিক সম্পত্তি । বৃহৎ এই স্থাপনাটির স্থপতি টম রাইট। স্থাপত্য পরামর্শদাতা ইংল্যান্ডের সবচেয়ে বড় পরামর্শক প্রতিষ্ঠান অ্যাটকিনস। নির্মাণকারী প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকান কন্ট্রাক্টর ম্যুরে অ্যান্ড রবার্টস্। কেএসি ইন্টারন্যাশনালের ডিজাইন প্রিন্সিপাল খুয়ান চিউ হোটেলটির ইন্টেরিয়র নকশা করেছেন । পৃথিবীর বিভিন্ন দেশের টুরিস্ট ও সাধারণ দর্শনার্থীদের কাছে দৃষ্টিনন্দন এই স্থাপনাটি সত্যিই দেখার মতো। এটি মুসলিম বিশ্বের আধুনিক স্থাপত্যকর্মগুলোর অন্যতম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন