শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পবিত্র মেরাজের দিনকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি বিশ্ব সুন্নি আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

মহাগৌরবময় মেরাজের দিনটিকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি করেছেন বিশ্ব সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক মানববন্ধনে নেতৃবৃন্দ এই দাবি করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা শেখ রায়হান রাহবার। এতে আরো বক্তব্য রাখেন, আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরি, শেখ হানিফ, মাওলানা গোলাম সাদেক, মাইনুল বারি, এডভোকেট শাকের হোসেন, অধ্যাপক মারুফ উদ্দিন।
নেতৃবৃন্দ বলেন, গৌরবময় এই মহান দিনে মহান আল্লাহতাআলা প্রিয়নবী (সা.)কে সর্বোচ্চ নৈকট্যে উপনিত করে সাক্ষাত প্রদানের মাধ্যমে সমগ্র সৃষ্টিকে অসীম রহমত দান করেছেন। নেতৃবৃন্দ বলেন, আল্লাহতাআলার এই সাক্ষাৎ মুমিনদের জন্য অসীম রহমত ও সর্বোচ্চ শোকরিয়ার বিষয়।
নেতৃবৃন্দ বলেন, আগামী ২৬ রজব মেরাজুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির ঘোষণা যেমন ধর্মের প্রকৃত শিক্ষা সমুন্নত রাখতে সহায়ক হবে তেমনি এ মহান দিবসটিকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন