শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাসায় থেরাপি প্রাণ গেল রোগীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেওয়ার সময় আগুন লেগে মাবিয়া বেগম (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সোয়া ৯টার দিকে মোহাম্মদপুর বাঁশবাড়ি ডি ব্লকের ১৩/জি নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে তার লাশ উদ্ধার করে
মোহাম্মদপুর সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আশরাফুল ইসলাম দৈনিক ইনকিলাবকে জানান, মাবিয়া দীর্ঘ দিন থেকে প্যারালাইজড রোগে আক্রান্ত। তাই প্রতিদিন তাকে ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেওয়া হয়। প্রতিদিনের ন্যায় গতকালও সকালে ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দিচ্ছিলেন। হঠাৎ করে সকাল সকাল ৯টা ১৩ মিনিটের সময় আগুন লেগে যায়। এসময় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ মিয়া জানান, বাঁশবাড়িতে সপ্তমতলা বিশিষ্ট ভবনের চারতলায় ছেলের সাথে বসবাস করতে মাবিয়া। বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়। আগুন নিভে যাওয়ার পর সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের লাশ উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন