বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জঙ্গিবাদ রোধে বিদেশীদের সহযোগিতা হতে হবে আমাদের চাহিদার ভিত্তিতে : স্বরাষ্ট্র সচিব

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শিবচর উপজেলা সংবাদদাতা : আমাদের সমস্যার সমাধান আমরাই করব। জঙ্গিবাদ নিয়ে আমরা ভারতসহ বন্ধুপ্রতিম দেশের সহযোগিতা চাই, কিন্তু তা হতে হবে আমাদের চাহিদার ভিত্তিতে, তাদের উৎসাহের ভিত্তিতে নয়। তারা যে সহযোগিতা করতে চাইবে তা আমরা নেবো না।
শনিবার দুপুরে মাদারীপুরের  শিবচর হাইওয়ে থানা পরিদর্শনে এসে সরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। এসময় বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন) নূর-উর রহমান, পুলিশ সুপার সরোয়ার হোসেন, সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, ওসি জাকির হোসেন, হাইওয়ে ওসি মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র সচিব অভিভাবক-শিক্ষকসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, দেশের মানুষ এখন বুঝে ফেলেছে যুবক সম্প্রদায় তাদের (জঙ্গিদের) টার্গেট। ধনী-গরিব গ্রাম কিংবা শহরের কোন স্ট্যাটাসের সেটা বড় কথা নয়। ওই বয়সের ছেলেদের আবেগ বেশি। তাদেরকে বোঝানো সহজ। এ জন্য তাদেরকে টার্গেট করা হয়েছে।  
আইএসের সাথে সম্পর্কের ব্যাপারে সচিব বলেন, হত্যাকা-গুলো যারা করেছে তারা এ দেশেরই মানুষ। তারা অনেকে আইএসের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। এ ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট আইএসের নাম করে এ দেশকে আফগানিস্তান, পাকিস্তানের মতো করতে আমরা চাই না। সেক্ষেত্রে বিদেশীদের সহায়তা আমাদের দরকার নেই। তারা যে আইএসের ভাবশিষ্য নয়, তা বলা যাবে না। এমন আছে যে, আইএস যে কথা বলতে চায় ওরাও তাই বলতে চায়। তবে আইএসে  সরাসরি সম্পৃক্ততা এদের নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন