শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভান্ডারিয়া দরবার শরীফে ইছালে ছওয়াব জুমার নামাজে মুসল্লির ঢল

রাজবাড়ী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

রাজবাড়ীর ভান্ডারিয়া মাদরাসা ও দরবার শরীফের ৬৬তম ওয়াজ ও ইছালে ছওয়াব মাহফিলের তৃতীয় দিনে পবিত্র জুমার নামাজ আদায়ে প্রায় ২০ সহস্রাধিক মুসল্লির সমাগম দেখা যায়। পবিত্র জুমার নামাজে অংশ নিতে জেলাসহ ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে দলে দলে মুসল্লিরা সকাল থেকেই আসতে শুরু করে রাজবাড়ীর ভান্ডারিয়া কামিল মাদরাসা ও দরবার শরীফ ময়দানে।
জুমার নামাজ ও দোয়া পরিচালনা করেন ভান্ডারিয়া মাদরাসা ও দরবার শরীফের আমীরে মুত্তাকীণ পীর সাহেব (শায়েখ) প্রিন্সিপাল মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির। মোনাজাত চলে দীর্ঘ প্রায় ৮ মিনিট। মোনাজাতের সময় মুসল্লিদের সমাগমে ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গভীর আবেগপূর্ণ জুমার মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথের দিশা এবং দরবার শরীফের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তওফিক কামনা করে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়। মহামহিম ও দয়াময় আল্লাহর সন্তুষ্টি লাভে আকুতি ব্যক্ত করা হয়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিল পরিচালনা করেন ভান্ডারিয়া মাদরাসা ও দরবার শরীফের পীর সাহেব (শায়েখ) প্রিন্সিপাল মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন