শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘ভাষ্কর্যের নামে মূর্তি নির্মাণ বন্ধ করুন’

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৬ এএম

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ৩০ তম বার্ষিক তাবলীগী ইজতেমার ২য় দিনের ভাষণে আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব দেশের সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের বিভিন্ন শহরে ইসলামী আক্বীদা ও সংস্কৃতি বিরোধী মূর্তি-ভাষ্কর্য ও শহীদ মিনার নির্মাণ অবিলম্বে বন্ধ করুন এবং উক্ত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করুন। গতকাল বিকালে দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমার কার্যক্রম শুরু হয়। যা আজ শনিবার ফজর পর্যন্ত চলবে। সংগঠনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইজতেমার ২য় দিনে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ভারত থেকে আগত অতিথি মাওলানা আব্দুল্লাহ সালাফী, সোনামণি সংগঠনের পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন, খুলনা জেলা ‘আন্দোলন’ সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ দুলাল মিয়া ৯ ডিসেম্বর, ২০২০, ৪:৩২ এএম says : 0
এখন বানাইবে পরে অন্য কেউ ক্ষমতায় আসবে সে ভেংগে ফেলবে কি লাভ হবে।এইটা গণতান্ত্রিক দেশ রাজতন্ত্র হলে একটা কথা ছিল।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন