শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মানসিক সমস্যা ও মাদকনির্ভর নারীদের আত্মহত্যার ঝুঁকি বেশি

মানসিক সমস্যা ও মাদকনির্ভর নারীদের আত্মহত্যার ঝুঁকি বেশি | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০৩ পিএম

মানসিক সমস্যা ও মাদকনির্ভর নারীদের আত্মহত্যার ঝুঁকি অনেক বেশি। আর তাই এ সমস্ত রোগীদের আত্মহত্যা প্রতিরোধে পরিবারের করণীয় নিয়ে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে শনিবার (২৯ ফেব্রুয়ারি) এক পারিবারিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সভার আয়োজন করা হয়। সভার আলোচ্য বিষয় ছিলো ‘মানসিক সমস্যা ও মাদকনির্ভরশীল নারীদের আত্মহত্যার ঝুঁকি প্রতিরোধে পরিবারের করণীয়’। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত। আলোচ্য বিষয়ে সচিত্র উপস্থাপনা করেন কেন্দ্রের কাউন্সেলর ফাইরুজ জীহান এবং ফারজানা আক্তার সুইটি। পরবর্তীতে বক্তব্য প্রদান করেন সভার বিশেষজ্ঞ আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং কনসালটেন্ট (কাউন্সেলিং সাইকোলজি) মো. সেলিম চৌধুরী। সভায় বিশেষজ্ঞ আলোচক আত্মহত্যার ঝুঁকি প্রতিরোধে পরিবার কিভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে এবং একই সঙ্গে চিকিৎসা পরবর্তীতে ফলোআপ সেবা নেয়ার বিষয়ে গুরুত্ব প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন কেস ম্যানেজার মমতাজ খাতুন। সভাটি ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের ট্রেনিং রুমে আয়োজন করা হয়।

উল্লেখ্য, বিশ্বে আত্মহত্যার কারণে প্রতি ৪০ সেকেন্ডে ১ জন ব্যক্তির মৃত্যু ঘটে। একই সঙ্গে প্রতি বছর গড়ে ১০ হাজার নারী আত্মহত্যা করে। শুধুমাত্র বংলাদেশে প্রতদিন গড়ে ২৯ জনেরও বেশি মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার ঝুঁকি হ্রাসে কার্যকরি যে ৮টি উপায়ের বিষয়ে উল্লেখ করা হয়েছে এর মাঝে পারিবারিক সামাজিক বন্ধন, সন্তানদের প্রতি ভালোবাসা এবং প্রিয়জনের সান্নিধ্য অন্যতম। তাই মানসিক স্বাস্থ্য উন্নয়নে ও আত্মহত্যা প্রতিরোধে এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন