রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এখনই ব্যবস্থা না নিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয় -মসিউর রহমান রাঙ্গা এমপি

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৬:১১ পিএম

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় যেখানে গরীব দুঃখি মেহনতি মানুষের মুখে খাওয়া নেই, ধানের কেজি ১০ টাকা আর চাউলের কেজি ৫০ টাকা, এ বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু কখনই চাননি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চোর, গুন্ডা, বদমাইস, ক্যাসিনো স¤্রাটদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নেন তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া কখনোই সম্ভব নয়। তিনি আরো বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের সুবিধার্থে হুসেইন মুহাম্মদ এরশাদই শুক্রবারকে রাষ্ট্রীয়ভাবে ছুটির দিন ঘোষনা করেছেন। এরশাদ ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক জীবনের শেষদিন পর্যন্ত কোন অন্যায় করেননি। মানুষ হত্যা করেননি। তিনি আজ রবিবার দুপুরে ছাগলনাইয়ার জিরো পয়েন্টে উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবির ভূঁঞার সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আকতার এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সীমানা আমির। বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ওমর ফরুক ভূঁঞা, যুগ্ম সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পৌর জাতীয় পার্টির সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আজিজুল হক খোকা প্রমুখ। অপরদিকে, গতকাল রবিবার রাতে ছাগলনাইয়ার দুর্গাপুর সিংহ নগরে আশরাফুন্নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে এক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন। মাহফিলে সভাপেিত্ব করেন, অত্র মাদ্রাসার সভাপতি দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গনি আহামেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন