শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের ড্রোন হামলায় তিন কমান্ডারসহ ২৬ সিরীয় সেনা ও ৯ হিজবুল্লাহ সদস্য নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ৬:৫২ পিএম

শনিবার ইদলিব ও আলেপ্পোতে তুরস্কের ড্রোন হামলায় তিন কমান্ডারসহ ২৬ সিরীয় সেনা ও ৯ হিজবুল্লাহর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়্যার। -সাবাহ, সৌদি গেজেট
শুক্রবার রাতে ইদলিবের সারাকিব শহরের কাছে হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলায় আরও ২৭ জন আহত হন। শনিবার এ বাহিনীর এক কমান্ডার এ তথ্য জানান। ওই কমান্ডার জানান, সম্প্রতি তুরস্ক তাদের উপর স্মার্ট মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার রোববার বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ইদলিবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে বিদ্রোহী দমনে সেখানে যুদ্ধ করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনী।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়্যেব এরদোগান শনিবার তুরস্কের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইদলিব পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেন। সেখানে বিদ্রোহ দমনে পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেন তারা।
পুতিনকে এরদোগান বলেন, সেখানে আমরা বাসার আল-আসাদের আমন্ত্রণে যাইনি। আমরা গিয়েছিলাম সেখানকার জনগণের অনুরোধে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন