বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দিল্লি পাবলিক স্কুল ঢাকার আয়োজনে রক ফেস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ঢাকা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি ও তরুণ মেধাবী সংগীতপ্রেমীদের উৎসাহ দেয়ার লক্ষ্যে দিল্লি পাবলিক স্কুল ঢাকা (ডিপিএস এসটিএস) আয়োজন করে রক ফেস্ট ২.০। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় অবস্থিত ডিপিএস এসটিএস স্কুলের সিনিয়র ক্যাম্পাসে উৎসবটি অনুষ্ঠিত হয়। গত বছর থেকে বাৎসরিকভাবে এই উৎসবটির আয়োজন করছে স্কুলটি। এই উৎসব আয়োজনের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের গান পরিবেশনের জন্য সুযোগ করে দেয়া ও এ রকম একটি মিউজিক্যাল ফোরামে তাদের স্কুলকে প্রতিনিধিত্ব করা। রক ফেস্টে ভাইকিংস ও অ্যাভয়েড রাফা-এর মতো সুপরিচিত ব্যান্ডগুলোর ভিন্নধর্মী পারফরম্যান্স শিক্ষার্থীরা বেশ উপভোগ করে। ডিপিএস এসটিএসসহ বিভিন্ন স্কুল থেকে আগত ব্যান্ডগুলোর গান পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। উৎসবে সবগুলো ব্যান্ড গান পরিবেশনায় তাদের মুন্সিয়ানা দেখায়। রক ফেস্ট নিয়ে দিল্লি পাবলিক স্কুল ঢাকার উপাধ্যক্ষ মধু ওয়াল বলেন, তরুণ শিক্ষার্থীদের ব্যান্ডগুলোকে উৎসাহ দেয়ার জন্য দর্শক-শ্রোতাদের অনুপ্রেরণা বেশ জরুরি। এতে ব্যান্ডগুলো আরও বেশি স্বাচ্ছন্দ্যে গান পরিবেশন করতে পারবেন। শিক্ষার্থীদের প্রতিভার সদ্ব্যবহার, দ্যুতি ছড়ানো ও শেখার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার। এ লক্ষ্যেই আমরা রক ফেস্টের আয়োজন করছি। নবীন ব্যান্ডগুলোকে উৎসাহ দিতে উৎসবে তরুণ ব্যান্ড সদস্যদের বন্ধু, পরিবারবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। আগা খান স্কুল, স্কলাস্টিকা, ও সাউথ ব্রিজের মতো বিখ্যাত স্কুলগুলোর শিক্ষার্থীরা রক ফেস্টে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন