শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জেলের ছাদে উঠে প্রতিবাদ বন্দির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে জেলের ছাদে উঠে পড়েন এক বন্দি। শুধু তাই নয়, জেলে চলা নানা অনিয়মের প্রতিবাদ করে চিৎকার করতে থাকেন। বলতে থাকেন- মুখ্যমন্ত্রীকে আসতে হবে। তার কাছেই তিনি নিজের সব অভিযোগ জানাবেন। শনিবার ভারতের হাওড়া জেলা কারাগারে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন তুলকালাম কারাগারে। প্রশ্ন উঠছে, জেলের নিরাপত্তা নিয়ে। কীভাবে সকলের চোখকে ফাঁকি দিয়ে জেলের ছাদে উঠে পড়লেন ওই বন্দি? প্রত্যক্ষদর্শীরা জানান, খালি গায়ে ছিলেন ওই ব্যক্তি। তার হাতে ছিল একটি সাদা কাপড়। তাতে লাল রঙে লেখা ছিল, ‘জেলে কাটমানির প্রতিবাদে দিদিকে বলো।’ জেল স‚ত্রের খবর, খুনের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল জেলের দোতলার ছাদে উঠে পড়েন। সেখানে উঠে নিজের হাত-পা ও বুকে ব্লেড চালাতে থাকেন। চিৎকার করে মুখ্যমন্ত্রীকে ডাকতে থাকেন। আর বলতে থাকেন জেলে বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে টাকা লাগে। ওই কয়েদির অভিযোগ, হাওড়া জেলে অবাধে গাঁজা, মদ ও নানা ধরনের মাদক বিক্রি হয়। জেল কর্তৃপক্ষ সব জেনেও কিছু বলে না। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ওই বন্দিকে নামানোর চেষ্টা শুরু করে জেল কর্তৃপক্ষ। এসময় পাল্টা আত্মহত্যার হুমকি দিতে থাকেন সোহেল। কখনও ছাদে রাখা খালি পানির ট্যাঙ্ক উল্টে দেন। নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করতে থাকেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে এমন নাটক চলার পর ওই বন্দিকে ধরে ফেলেন রক্ষীরা। পরে তাকে নামিয়ে আনা হয়। নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট সেলে। কারা দফতর সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে একটি খুনের মামলায় সোহেলকে যাবজ্জীবন শাস্তি দেন আদালত। দুর্ব্যবহারের জন্য বারবার বিভিন্ন জেলে পাঠানো হয়েছে তাকে। জিনিউজ, এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন