শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে : মাহাথির

পার্লামেন্টের জরুরি অধিবেশন দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মালয়েশিয়ায় পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মাহাথিরের নিজ দল বারসাতু-র চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনকে পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণার একদিনের মাথায় রবিবার এক সংবাদ সম্মেলনে এ আহবান জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ এমপিদের মতামতের ভিত্তিতেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১০টায় তার শপথগ্রহণ সম্পন্ন হবে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি আসলেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন পেয়েছেন কিনা তা যাচাইয়ের জন্য পার্লামেন্টের জরুরি অধিবেশন দাবি করেছেন মাহাথির। ড. মাহাথির মোহাম্মদ আরো বলেন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিশেষ করে মুহিউদ্দিনের পক্ষ থেকে এটা বেশি করা হয়েছে। ইয়াইয়াসান আল বুখারিতে সংবাদ সম্মেলনে মাহাথির আরো বলেন, মুহিউদ্দিন ইয়াসিন দীর্ঘদিন তার এই লক্ষ্য নিয়ে কাজ করছিলেন। এখন তিনি সেই বিশ্বাসঘাতকতায় সফল হয়েছেন। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। আজমিন আলীর ওপর তিনি হতাশ কিনা? এমন প্রশ্নের উত্তরে মাহাথির বলেন, আজমিনের নিজস্ব এজেন্ডা ছিল। এই পুরো এজেন্ডা ছিল তার। আর সে মুহিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে তা নিয়ে। পাকাতান হারাপান জোটের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মাহাথির বলেন, জরুরি ভিত্তিতে পাকাতান জোট পার্লামেন্টারি অধিবেশন ডাকবে। তিনি বলেন, আমরা দেখবো (এমপিদের পক্ষ থেকে) কার কত সংখ্যাগরিষ্ঠ সমর্থন আছে। ড. মাহাথির আরো বলেন, এখন থেকে বিরোধী অবস্থানে যাবে পাকাতান জোট। এ অবস্থায় নিজের দল পার্তি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার ভবিষ্যত কি হবে? এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন, এটা এখন নির্ভর করে দলীয় সিদ্ধান্তের ওপর। তারা আমাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করবে নাকি রাখবে সে সিদ্ধান্ত দল নেবে। বারসাতুর সংখ্যাগরিষ্ঠরা আমাকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাখ্যান করেছেন। ফলে কিছু একটা তো হতে যাচ্ছে। তারা এখন আনুষ্ঠানিকভাবে আমাকে বহিষ্কার করতে পারেন। সংবাদ সম্মেলনে মাহাথির দাবি করেন, তার প্রতি বেশিরভাগ এমপি-র সমর্থন রয়েছে। কিন্তু রাজা তাকে দেখতে চাইছেন না। তার ভাষায়, ‘আমরা এমন একজনকে দেখতে যাচ্ছি; যার প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। দ্য স্টার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন