বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের বিস্ময় উত্থান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর থেকে মালয়েশিয়ায়্র জটিল রাজনীতি শুরু হয় এবং অনেকে প্রত্যাশা করেছিলেন যে ৯৪ বছর বয়সী মাহাথির আবার ক্ষমতায় ফিরে আসবেন। কিন্তু তার পরিবর্তে, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিউদ্দিন ইয়াসিন। মাহাথির মোহাম্মদের সরে দাঁড়ানোর পাঁচ দিনের মাথায় মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন দেশটির রাজা। মালয়েশিয়ার ক্ষমতাচক্রের শীর্ষে আরোহণের উপায় মুহিউদ্দিনের চেয়ে ভালো খুব কম রাজনীতিবিদই জানেন। ১৯৭৮ সালে দেশটির রাজনীতিতে পদার্পণ মুহিউদ্দিনের। সেবারই পাগোহ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ৪২ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন মুহিউদ্দিন। পররাষ্ট্র এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মতো গুরুত্বপ‚র্ণ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদেও ছিলেন ৭২ বছর বয়সী এই রাজনীতিক। এসবের চেয়ে বড় দায়িত্বও সামাল দিতে হয়েছে মুহিউদ্দিনকে। মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকাতান হারাপান ক্ষমতায় থাকার সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সময়ে ছয় বছর উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু ২০১৫ সালে মুহিউদ্দিনকে সেই পদ থেকে সরিয়ে দেন নাজিব। নাজিব রাজাকের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার বিষয়ে কথা বলায় তাকে বরখাস্ত করা হয়। রাজাকের দল থেকে বরখাস্ত হওয়ার পর মাহাথির ও তার ছেলে মুখরিজের সঙ্গে হাত মেলান মুহিউদ্দিন। ২০১৬ সালে সবাই মিলে গঠন করেন রাজনৈতিক দল পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (পিপিবিএম)। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছিল নবগঠিত এ দলটি। পিপিবিএম থেকে মাহাথির মোহাম্মদ সরে দাঁড়ানোর পর দলটির প্রধান হিসেবে দায়িত্ব নেন মুহিউদ্দিন। এখন প্রধানমন্ত্রী হিসেবেও মাহাথিরের স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। এ ছাড়া পাকাতান হারাপানের উপপ্রধান হিসেবেও দায়িত্বে আছেন তিনি। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের মুখ্যমন্ত্রী হিসেবে ৯ বছর দায়িত্বে ছিলেন মুহিউদ্দিন। তার বাবা একজন প্রভাবশালী ধর্মীয় শিক্ষক ছিলেন। ইউনিভার্সিটি অব মালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতি ও মালয় স্টাডিজে স্নাতক সম্পন্ন করেন মুহিউদ্দিন। প্রধানমন্ত্রীর পদ পেতে উমনো ও পিএসএ নামের দুই দলের সমর্থন নিতে হয়েছে মুহিউদ্দিনকে। তবে উমনোর সঙ্গে তার এই সখ্যর সমালোচনা করেছেন মাহাথির মোহাম্মদ। সূত্র : অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন