রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদ’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও মরহুমের পরিবারবর্গ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকালে মরহুমের কবর জিয়ারত, বাদ আসর কোরআন খতম ও বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন