শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৪শ’ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ছোটবড় সেমিপাকা, পাকা চারশটি দোকান গুঁড়িয়ে এক একর জমি উদ্ধার করল রেলওয়ে। নগরীর ইপিজেড থানার কলসিদীঘির পাড়ে গতকাল রোববার এ অভিযান চালায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। স্থানীয়রা জানায়, প্রায় তিন দশক ধরে রেলের জমিতে দোকান তৈরি করে ভাড়া আদায় করে আসছিল দখলদারেরা।
কোন কোন দোকানে দৈনিক পাঁচশ থেকে সাতশ টাকা হারে ভাড়া আদায় করা হতো। গতকাল বেলা ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, সিমেন্ট ক্রসিং থেকে কলসিদীঘির পাড় পর্যন্ত রেললাইনের দুইপাশে প্রায় চার কিলোমিটার এলাকায় শত শত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বেশিরভাগই পাকা এবং সেমিপাকা দোকান ও বসতঘর। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন