শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে। গতকাল সোমবার ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ অধ্যক্ষ এবং পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ সংঘাতে জড়ায়। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপ রয়েছে। তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও কাউকে গ্রেফতার করেনি। ছাত্রলীগ কর্মীরা জানান, রোববার হাসপাতাল ভবনে ক্লাসে যাওয়ার পথে জয়সহ দুই ছাত্রকে চমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল থাপ্পড় মারেন। সেখানে সভাপতি হাবিবুর রহমানও ছিলেন। সালাম না দেয়ায় তাদের থাপ্পড় মারা হয়েছে বলে ওই দুই ছাত্রলীগ নেতা দাবি করেন।
বিষয়টি মৌখিকভাবে চমেকের অধ্যক্ষ শামীম হাসানকে জানান অন্য গ্রুপের শিক্ষার্থীরা।
এ বিষয়ে অধ্যক্ষ গতকাল দুই পক্ষকে তার অফিস কক্ষে ডাকেন। সেখান থেকে বের হয়ে আসার পর এক পক্ষ অপর পক্ষের উপর আবারও হামলা করে। এ সময় দুই পক্ষের হামলা, পাল্টা হামলায় আটজন আহত হয়। উভয় পক্ষ হামলার জন্য একে অপরকে দায়ী করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন