শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বন্দুক যুদ্ধে শতাধিক নিহত

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ সুদানের রাজধানী জুবায় শুক্রবারের বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বন্দুকযুদ্ধ হয়। স্থানীয়রা আবার গৃহযুদ্ধে লেগে যেতে পারে বলে আশঙ্কা করছেন। একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, জুবা টিচিং হাসপাতালের মর্গ লাশে ভরে গেছে। আরেকজন চিকিৎসক জানান, আনুমানিক ১১০টি লাশ দেখেছেন তিনি। নিহতদের মধ্যে সেনা ও বেসামরিক লোক রয়েছে। তবে তারা  জানান, সেনারা লাশ পরীক্ষা করার সুযোগ না দেয়ায় লাশের সংখ্যা সঠিকভাবে বলা যাচ্ছে না। চিকিৎসকদের একজন জানান, নিহতদের বেশির ভাগই সৈনিক। নিরাপত্তার ভয়ে দুজন চিকিৎসকের কেউই নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট সালভা কির তার প্রাসাদে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বিদ্রোহী নেতা রেইক মাচারের সঙ্গে বৈঠকে বসেন। এর পরপরই উভয় নেতার দেহরক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ২০ মাসের গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে ২০১৫ সালে দুই পক্ষের মধ্যে একটি শান্তিচুক্তি হলেও তাতে শান্তি আসেনি। উভয় পক্ষই নিজ নিজ পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন