শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

গোলাম কিবরিয়া ডিএফপির মহাপরিচালক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন সংস্থাটির পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) স ম গোলাম কিবরিয়া।

প্রশাসনিক কাজের স্বার্থে কিবরিয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কাজের স্বার্থে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা স. ম. গােলাম কিবরিয়া, পরিচালক (প্রশাসন ও প্রকাশনা), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরকে তার নিজ দায়িত্বসহ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হল। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তথ্য ক্যাডারের কর্মকর্তা কিবরিয়া এর আগে খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সম্প্রতি শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন